উত্তর দিনাজপুর জেলার বিচার বিভাগে ইংরেজি স্টেনোগ্রাফার (গ্রুপ বি, গ্রেড III) পদের বিদ্যমান ও সম্ভাব্য শূন্যপদ পূরণের জন্য উপযুক্ত ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। প্রাথমিকভাবে এই নিয়োগগুলো অস্থায়ী ভিত্তিতে করা হবে, তবে স্থায়ী করার সম্ভাবনা রয়েছে।
আবেদন শুরুর তারিখ ১১ জানুয়ারি, ২০২৫ (সকাল ১০:৩০ থেকে)
আবেদনের শেষ তারিখ ২২ জানুয়ারি, ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
ফি জমাদানের শেষ তারিখ ২২ জানুয়ারি, ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
ফি জমাদানে কোনো সমস্যা হলে, ২৪ জানুয়ারি, ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত) প্রমাণসহ হেল্পডেস্কের ইমেল আইডি helpdeskdcourtrecruitmentud@gmail.com-এ যোগাযোগ করতে হবে।
আবেদনের মাধ্যম https://uttardinajpurcourtrecruitment2024.in ওয়েবসাইটে আবেদনপত্র জমা দিতে হবে। অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য নয়।
পরীক্ষা ও ফলাফল সম্পর্কিত তথ্য
পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় এবং পরবর্তী তথ্যাদি উত্তর দিনাজপুর জেলা আদালতের ওয়েবসাইট https://northdinajpur.dcourts.gov.in এবং www.uttardinajpur.nic.in ও **www.calcuttahighcourt.gov.in**-এ প্রকাশ করা হবে।
শূন্যপদ ও বেতন
ইংরেজি স্টেনোগ্রাফার (গ্রুপ বি, গ্রেড III)
বেতনক্রম: ROPA ২০১৯ অনুসারে পে লেভেল-১০ (₹৩২,১০০/- থেকে ₹৮২,৯০০/- পর্যন্ত)।
বিদ্যমান শূন্যপদ: ০১
সম্ভাব্য শূন্যপদ: ০২
OBC-B: ০১
EWS: ০১
OBC-A: ০১
যোগ্যতা
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ।
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট।
কম্পিউটারে সন্তোষজনক টাইপিং দক্ষতা।
শর্টহ্যান্ডে ৮০ শব্দ প্রতি মিনিট এবং টাইপিংয়ে ৪০ শব্দ প্রতি মিনিটে গতি।
বয়সসীমা
EWS: সর্বোচ্চ ৩২ বছর।
OBC-A/B: সর্বোচ্চ ৩৫ বছর।
(বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/সার্টিফিকেট গ্রহণযোগ্য।)
পরীক্ষা পদ্ধতি
প্রথম ধাপ: স্ক্রিনিং টেস্ট (১০০ নম্বর, ১.৫ ঘণ্টা)।
দ্বিতীয় ধাপ: ডিক্টেশন ও ট্রান্সক্রিপশন (১০০ নম্বর)।
তৃতীয় ধাপ: কম্পিউটারে টাইপিং পরীক্ষা (১০ মিনিট, ১০০ নম্বর)।
পরীক্ষার তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে।
আবেদন ফি
OBC-A / OBC-B / EWS: ₹৬০০ + ব্যাংক চার্জ।
আবেদনের নির্দেশাবলী
আবেদন করার আগে https://uttardinajpurcourtrecruitment2024.in ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।
সঠিক তথ্যসহ আবেদনপত্র পূরণ করতে হবে।
নিজের মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা প্রদান বাধ্যতামূলক।
আবেদনপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করুন।
Notification link info | Links |
---|---|
Notification PDF → | Notification Out |
Apply Link → | https://www.uttardinajpurcourtrecruitment2024.in/user/ |
Android APP → | Download APP |